শিল্পী,সাহ্যিতিক,দার্শনিক এবং মনিষীরা যুগে যুগে তাঁদের সুচিন্তিত বাণী রেখে গেছেন। এই মহান বাণীগুলো জীবনে আমাদের চলার পাথেয় এবং চিন্তার থোরাক জোগায়। এইখানে আমরা চেষ্টা করেছি,অমর বাণীগুলোকে পাঠকের কাছে তুলে ধরতে। পাঠক,আপনার কাছে যদি কোন সংগৃহীত বাণী থাকে,যা এখানে প্রকাশিত হয়নি,তাহলে আপনিও একজন সদস্য হয়ে তা প্রকাশ করতে পারেন। তাছাড়া আপনার সুচিন্তিত মতামতও প্রকাশ করতে পারেন। আপনাদের সহযোগীতা একান্তভাবে কাম্য। ধন্যবাদ।